চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সিঙ্গাপুর-আফগানিস্তানকে মোকাবিলায় ক্যাম্পে ৩২ ফুটবলার

সিঙ্গাপুর এবং আফগানিস্তানের সঙ্গে দুটো ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ৩২ ফুটবলারকে আবাসিক ক্যাম্পে ডেকেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। তাদের আগামী ১৭ মে বেলা ১২টায় বাফুফে ভবনে রিপোর্ট করতে বলা হয়েছে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপে অংশ নেওয়া জাতীয় দলের সবাই আছেন ৩২ সদস্যের প্রাথমিক স্কোয়াডে। সিঙ্গাপুর জাতীয় দলের বিপক্ষে ৩০ মে এবং আফগানিস্তানের বিপক্ষে ২ জুন প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল।

দুটো ম্যাচের ভেন্যুই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

Channelionline.nagad-15.03.24

প্রাথমিক স্কোয়াডের ৩২ ফুটবলার:

গোলকিপার: রাসেল মাহমুদ, শহীদুল আলম, মাজহারুল ইসলাম, মো: নাইম এবং আশরাফুল ইসলাম রানা।
ডিফেন্ডার: রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, ইয়ামিন মুন্না, মো: লিংকন, রেজাউল করিম এবং কেষ্ট কুমার।

মিডফিল্ডার: হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভুইয়া, মামুনুল ইসলাম মামুন, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শহিদুল আলম শহিদ, রিয়াসাত ইসলাম এবং আমিন মাহমুদ।

ফরোয়ার্ড: মো: তকলিস, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেইন, জাহিদ হাসান এমিলি, আব্দুল বাতেন মজুমদার কমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজিব, রুবেল মিয়া, এনামুল হক এবং তৌহিদুল আলম সবুজ।