চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সালাহ’র প্রেরণাতেই লিভারপুলে অ্যালিসন

এএস রোমা থেকে আরো একটি বড় দাও মেরেছে লিভারপুল। এক মৌসুম আগে ইতালিয়ান ক্লাব থেকে মোহামেদ সালাহকে দলে নিয়েছিল ইংলিশ জায়ান্টরা। আর নতুন মৌসুম শুরুর আগে ব্রাজিলিয়ান গোলকিপার অ্যালিসনকে নিয়েছে তারা।

সাবেক সতীর্থ সালাহ’র প্রেরণাতেই লিভারপুলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন অ্যালিসন বেকার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

লিভারপুলের রেকর্ড দরের প্রস্তাব গ্রহণের আগে অ্যালিসনের রিয়াল মাদ্রিদ ও চেলসিতে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। কিন্তু সালাহ’র সঙ্গে যোগসূত্রের কারণেই শেষ পর্যন্ত অল রেডদের জার্সি গায়ে তোলার সিদ্ধান্ত নেন অ্যালিসন।

লিভারপুলের যোগ দেয়ার পর অ্যালিসন বলেছেন, ‘সালাহ আমাকে বলেন, তুমি কিসের জন্য অপেক্ষা করছ? জবাবে আমি বলি, শান্ত হও, আমি গন্তব্যের পথেই আছি।’

ইতালিতে একসঙ্গে এক মৌসুম কাটানোর পর আবারও এক হচ্ছেন অ্যালিসন-সালাহ। ব্রাজিলিয়ান গোলকিপার জানিয়েছেন, মিশরীয় তারকার পাশে খেলতে পারাটা খুবই ‘প্রশান্তির’।