চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সালমা আহমেদের পাঁচটি কবিতা

স্বপ্নের সীমানা
মন ছুটে যায় তোমারই ভালোবাসায়,

নদী বয়ে যায় দূর সীমানায়

বসে নিরালায় তোমারই ছায়ায়,

স্বপ্ন বুনে যাই

আগামীর এই পথ চলায়।

সুর যদি ছন্দ হারায়

গিটারের তারে,

মন যদি শূন্য হয়ে যায়

তারে হারিয়ে,

তবুও আজ আলোর খোঁজে

তোমারই ছায়ায়,

স্বপ্ন বুনে যাই

আগামীর এই পথ চলায়।

পথ যদি আঁধারে হারায়

জীবন যদি থমকে দাঁড়ায়,

সূর্যের আলোর নীলাভ আলোয়

আকাশের সকল তারার চোখে,

স্বপ্ন বুনে যাই আগামীর এই পথ চলায়।

কবিতা

পথে পথে- ২
শুভ্র স্নিগ্ধ এক সকালের গল্প,
শিউলি ঝরা মেঠো পথ
যার গন্তব্য কোথায় আমাদের জানা নেই।
সেই সাথে তুমি আমি দু’জনে মুখোমুখি বসা,
পাশেই চির চেনা সেই শিউলি গাছটি,
তুমি তাকিয়ে আছো আমার চোখে
আমার গালে আলতো তোমার স্পর্শ,
আমার চোখের পাঁপড়িগুলো কাঁপছে
শিউলি ফুলে ঝরছে আমার চুলে
তোমার ভালোবাসার স্পর্শ আমার কপালে
ছড়িয়ে যাচ্ছে সবখানে সেই গভীরতা,
শিউলি ফুলের ঘ্রাণে
আমরা বিভোর দুজনাতে,
কখন যে দুপুর গড়িয়ে বিকেল এলো
খেয়ালই করিনি,
ভালোবাসার সুবাস ছড়িয়ে পড়েছে পুরো মন জুড়ে,
পুরো অস্তিত্ব জুড়ে।
কখন কিভাবে ভালোবাসার শুরু,
জানিনা!!
শুভ্র শিউলি ফুলের মাঝে
দু’জনার গোপন অভিসারের মাখামাখি
আর মায়া ঘেরা ছায়ার প্রতিবিম্ব।

সাপ আর গাছের গল্প
কী যে এক অসাধারণ অনুভূতি তোকে ঘিরে
তুই জানিস না।
দেখতে চাস?
তবে যে আমায় তোকে স্পর্শ করতে হবে,
ছুঁতে চাস?
এই নে, আমি হাত বাড়িয়ে দিলাম।
আজ তোর আলিঙ্গনে
ধরায় নামবে বৃষ্টি,
ভিজবো আমি,
ভেজাবো তোকে।
কান পেতে শোন,
কিছু শুনতে পাচ্ছিস না!
আরে বোকা, বাইরে বৃষ্টি ঝরছে অঝর ধারায়,
তুই কী বুঝতে পারছিস মেঘ আর আকাশও আমাদের মতো
গোপনে ধরা পড়েছে একে অন্যের মাঝে!
ওরা ভালোবাসলে তো বৃষ্টি ঝরে নীপবনে,
তোকে বৃষ্টি দেখতে হবে না,
আমি তোর ভালোবাসা নিচ্ছি তো!
আচ্ছা অরিত্র, কতদিন পাহাড় দেখি না!!
সমুদ্রের গর্জন শুনিনা!!
কী দেখছিস আমার চোখে?
পাহাড় নাকি সমুদ্র?
আমাকে শক্ত করে জাপটে ধর অরিত্র,
টের পাচ্ছিস ভালোবাসার উত্তাপ?
আমাদের ভাসিয়ে নিয়ে যাচ্ছে
অচেনা এক অনুভূতির দেশে।
তুই কী সাপ আর গাছের গল্প শুনেছিস?
বলছি তবে তোকে, মন দিয়ে শোন।
একটা সুন্দরী গাছের গল্প,
প্রত্যেক পূর্ণিমা রাতে একটি সাপ
এসে সুন্দরী গাছটিকে পেঁচিয়ে থাকতো,
গাছটির পুরোটা জুড়ে থাকতো সাপটি,
তুইও তেমনি সেই সাপের মতো পেঁচিয়ে
ধরছিস আমাকে তোর সমস্ত মায়া দিয়ে,
চুপ করে আছিস কেনো?
কিছু বল!
শুনতে ইচ্ছে করছে খুব…………
আমাদের বিশ্বাস আমাদের পুরো
মনকে ছুঁয়ে যাচ্ছে,
চারদিক স্তব্ধ, রাত বাড়ছে
রাত আরো গভীর হচ্ছে
আমার আরো গভীরে আসছিস তুই,
ঠিক সেই সাপের মতো………
কী যে এক অসাধারণ অনুভূতি তোকে ঘিরে
তুই সত্যিই জানিস না।

আছি তার অপেক্ষায়
নীরেন্দ্রনাথ চক্রবর্তীকে মনে মনে কতবার বলেছি
অমল ক্লান্তি রোদ্দুর হতে চেয়ে পারেনি,
ভাবতে ভাবতে নয়,
তাকে পারতে দেয়া হয়নি,
পরিবার,সমাজ, রাষ্ট্র ভাবতে দেয়না।
এতে অমল ক্লান্তি ক্ষুদ্র হয়নি,
রোদ্দুর হতে সে পারেনি, কিন্তু স্বপ্ন তো দেখেছে
একেবারে ভিন্ন স্বপ্ন!!!
আমরাও আকাশ হতে চাই;
আমরাও আকাশের মেঘের রঙ্গে রাঙ্গা হতে চাই,
আমরাও ফুলের ঘ্রাণ হতে চাই,
হতে চাই হাসনাহেনা,হতে চাই মাধবীলতা,হতে চাই কামিনী,
সাপ নয়, আমাদের ঘ্রাণে মানুষ ছুটে আসবে দিক্ষা নিতে,
ঘ্রাণ ছাড়া কী মানুষ গড়া যায়!!!
এবার যে পাহাড় হয়ে বাধা দেবে
তার স্বপ্ন ভঙ্গ করবে কোনো এক আগন্তুক।
আছি তার অপেক্ষায়,
অমল ক্লান্তি রোদ্দুর হতে পারেনি ঠিকই, কিন্তু ভাবতে তো পেরেছে

আমরা
আমি নাকি তোমার মত
আমি নাকি তুমি?
আমি নাকি তোমার মত

তুমি নাকি আমি?

তুমি নাকি আমার মত

আমি অথবা তুমি!

তুমি নাকি আমার মত

তুমি নতুবা আমি

হাতটা ধরে দেখো,

ছুঁয়ে দেখো আমায়

তুমি নাকি আমি?

আমি নাকি তুমি?