চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সার্বিয়ার পর ক্রোয়েশিয়া সীমান্তও বন্ধ করলো হাঙ্গেরি

ক্রোয়েশিয়ার সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে হাঙ্গেরি। হাঙ্গেরি অভিমুখে অভিবাসী স্রোত ঠেকাতে এ পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে সার্বিয়ার সঙ্গেও সীমান্ত বন্ধ করে দেয় তারা।

জার্মানি ও অস্ট্রিয়া গন্তব্য হলেও, হাঙ্গেরি হয়ে দেশ দুটিতে ঢুকতে হয় অভিবাসীদের।

হাঙ্গেরি বলছে, সীমান্তে আটকা পড়া এই অভিবাসীদের এখন স্লোভেনিয়া সীমান্তের দিকে ঠেলে দেওয়া হবে। এর আগে অভিবাসীরা যেন গ্রীস হয়ে হাঙ্গেরি ঢুকতে না পারে সে জন্য ইউরোপীয় ইউনিয়নের কাছে সেনা মোতায়েনের অনুরোধ জানায়।

কিন্তু শুক্রবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে কোনো সিদ্ধান্ত না আসায় নতুন এ পদক্ষেপ নিলো দেশটি।

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, অভিবাসী সংকট ঠেকাতে এটি সর্বোত্তম উপায় না হলেও অন্য উপায় না থাকায়, আমাদের দ্বিতীয় পথই বেছে নিতে হয়েছে।