চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সারাদেশে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু বাড়ছে

লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ

সারাদেশের করোনায় আক্রান্ত শনাক্তের হার এবং মৃত্যুর সংখ্যা কিছুটা কমলেও বাড়ছে করোনা উপসর্গ নিয়ে মৃত্যু। রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়াসহ অনেক জেলাতেই শনাক্তের হার ২০ এর নীচে নেমে এসেছে।

গত ১৪ দিনে দেশে করোনায় শনাক্তের হার এবং মৃত্যুর সংখ্যা দুই-ই আগের চেয়ে কমেছে।

তবে এসময়ে বেড়েছে করোনার উপসর্গে মৃত্যুর সংখ্যা। চাঁদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু না থাকলেও উপসর্গে মারা গেছেন ২ জন। শনাক্তের হার ১৫ দশমিক ৪৪। বগুড়ায় শনাক্তের হার ১৮.৬৮ শতাংশ।

কুষ্টিয়ায় মারা যাওয়া ৫ জনের মাঝে ৩ জনই উপসর্গে মারা গেছেন। শনাক্তের হার ১৭ দশমিক ৩৫ শতাংশ।

রাজশাহীতে করোনা উপসর্গে ৪ জনের মৃত্যু হয়েছে। শনাক্তের হার ১৪ দশমিক ১০ ভাগ। রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে ২০ টি আইসিইউ সহ মোট শয্যা ৫৩১ টি। বর্তমানে রোগী ভর্তি আছেন ২৪৩ জন। ময়মনসিংহ মেডিকেলেও করোনা ইউনিটে বেড সংকট কমেছে।

চিকিৎসকরা বলছেন, করোনার লক্ষণ থাকলে দ্রুত হাসপাতালে না আসলে রোগ ছড়ানোর সম্ভাবনা বাড়বে।