চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রণ আইন চূড়ান্ত করতে যাচ্ছে ভারত

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য, মানহানিকর বক্তব্য, ভুয়া সংবাদ, দেশবিরোধী কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে নতুন নিয়ম চূড়ান্ত করতে যাচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত। দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট রোববার এ কথা জানিয়েছে।

এর মধ্যে দিয়ে ভারতের সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ইস্যুতে মাদ্রাজ, বোম্বে এবং উত্তর প্রদেশের বিচারাধীন সকল ধরণের মামলার কর্তৃত্ব নিয়ে নিলো।

ফেসবুক এবং হোয়াটস অ্যাপ তাদের মামলাগুলো সুপ্রিম কোর্টের আওতায় আনার দাবি জানিয়ে আসছিল। যেহেতু সেগুলো জাতীয় নিরাপত্তার সাথে জড়িত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সোশ্যাল মিডিয়া সংক্রান্ত সকল মামলার জানুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই শুনানি অনুষ্ঠিত হবে।

তবে তামিলনাড়ু সরকার এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ার মামলাগুলি শীর্ষ আদালতে স্থানান্তরিত না করার পক্ষে যুক্তি দিয়ে আসছে। অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল বলেছেন, সরকার বিশ্লেষণের জন্য যে তথ্য চায় সামাজিক মাধ্যমগুলোর তা দিয়ে দেয়া উচিৎ।

কিন্তু ফেসবুক এবং হোয়াটস অ্যাপ বলে আসছে ,তাদের ব্যক্তিগত তথ্য রাজ্য সরকারকে দেয়ার সুযোগ নেই। তারা কেবল অথোরিটিকে জানাতে পারে।

সুপ্রিম কোর্ট জানায়, সোশ্যাল মিডিয়া সম্পর্কিত সমস্ত মামলার শুনানি জানুয়ারির শেষ সপ্তাহ শেষ করা করা হবে।