চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদ রুখতে গুগলের ‘ফিল্টার’ চালুর প্রস্তাব

সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদ রুখতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে স্বয়ংক্রিয় ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন গুগলের চেয়ারম্যান এরিক শ্মিড।

সন্ত্রাসের উস্কানি বন্ধে ঘৃণা বাক্য সরিয়ে দিতে ‘হেট স্পিচ স্পেল চেকার’ এর মতো টুলস চালু করা উচিৎ বলে মনে করেন গুগল চেয়ারম্যান।

নিউ ইয়র্ক টাইমসের এক নিবন্ধে এরিক লিখেছেন,‘ সন্ত্রাসের উস্কানি বন্ধে ফিল্টারিং ব্যবস্থা দিয়ে ঘৃণা ছড়ানোর সব তথ্য, ভিডিও ছড়িয়ে পড়ার আগেই অনলাইন থেকে সরিয়ে ফেলতে হবে। এর মাধ্যমে সামাজিক মাধ্যমে সন্ত্রাসবাদ নিয়ে সৃষ্ট সংকট কাটানো সম্ভব হবে’।

সম্প্রতি মার্কিন প্রযুক্তি পীঠস্থান সিলিকিন ভ্যালিকে অনলাইন সন্ত্রাসবাদ বিশেষ করে আইএস বার্তা ঠেকাতে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। এরপরই অনলাইন উগ্রবাদ ঠেকানোর উপায় নিয়ে নিউ ইয়র্ক টাইমসে লিখলেন গুগলের চেয়ারম্যান।