চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাভারে অপহৃত স্কুলছাত্রী ৩ দিনেও উদ্ধার হয়নি

তিন দিন পেরিয়ে গেলেও সাভারে অপহৃত হওয়া স্কুলছাত্রীকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এরই মধ্যে সন্ত্রাসীরা ফোনে বার বার মুক্তিপণ দাবি করছে।

গত শনিবার বিকেলে সাভারের আড়াপাড়া কামাল গার্মেন্টস রোড থেকে শিশুকে সন্ত্রাসীরা অপহরণ করে। এ ঘটনার পর মেয়েটির বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় অভিযোগ করেছেন।

অপহৃত শিক্ষার্থী সাভারের সিটি ইন্টারন্যাশনাল স্কুল এ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর ছাত্রী।

অপহৃত শিশুটির বাবা নজরুল ইসলাম জানান, ৩১ অক্টোবর শনিবার বিকেলে কোচিং থেকে ফেরার পথে কামাল গার্মেন্টস রোড থেকে তাকে অপহরণ করে আড়াপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল ও একরামুল।

অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইল ফোনে কয়েক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তারা। টাকা দিতে দেরী হলে বা পুলিশকে জানালে ওই শিশুকে হত্যা করা হবে বলে হুমকি দেন তারা।

সাভার মডেল থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) কামরুজ্জামান চ্যানেল আই অনলাইনকে বলেন, আমরা চেষ্টা করছি অপহরণকারীকে ধরতে। ইতিমধ্যে মোবাইল ফোনের কল লিষ্ট ধরে তাদের আটকের চেষ্টা চলছে।

তবে একই কয়েকটি অপহরণ ও হত্যার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সন্ধ্যা হলে অপহরণ বা খুন হওয়ার ভয়ে অনেকেই বাড়ির বাইরে বের হন না।