চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আপিল করবেন ব্রিগেডিয়ার জেনারেল রহিমের স্ত্রী

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের সাবেক মহাপরিচালক (তৎকালীন ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমের স্ত্রী শিরিন রহিম জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।

শিরিন রহিম বলেন, তার স্বামীর বিরুদ্ধে এ মামলায় কোনো স্বাক্ষী ছিল না, তিনি একুশে আগস্টের ঘটনায় জড়িত ছিলেন না।

বিএনপি সরকারের সময় এনএসআইয়ে দায়িত্বশীল থাকায় আব্দুর রহিমকে এ মামলায় জড়ানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

একুশে আগস্ট গ্রেনেড হামলার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ আদালতে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় ঘোষণা করেন।