চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সানগিন দখল করে পতাকা উড়ালো তালেবানরা

আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গুরুত্বপূর্ণ শহর সানগিন দখল করে নিয়েছে তালবান জঙ্গিরা। যদিও আফগান সরকারের দাবি এখনো শহরের অনেক জায়গায় তালেবানদের সঙ্গে যুদ্ধ করছে সরকারি বাহিনী। এদিকে ইরাকি শহর রামাদি থেকে জঙ্গি গোষ্ঠী আইএসকে হটাতে অভিযান অব্যাহত রেখেছে সেনাবাহিনী।

পাকিস্তান সীমান্তবর্তী হেলমান্দ প্রদেশের সানগিন শহরের দখল নিতে ভারী অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালায় তালেবানরা। শহরের অধিবাসীরা প্রাণ বাঁচাতে ছোটে আশপাশের জেলাগুলোতে। ব্যাপক সংঘর্ষের পর শহরের সব গুরুত্বপূর্ণ সরকারি ভবন ও পুলিশ স্টেশনের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান জঙ্গিরা।

জেলা গভর্নর হাজি সুলিমান শাহকে তার অফিস থেকে উদ্ধার করে বিমান যোগে কাবুলে আনা হয়েছে। তালেবানের দাবি তারা শহরটি দখলে নিয়ে সব ভবনে তাদের পতাকা উড়িয়েছে।

যদিও আফগান প্রতিরক্ষা মন্ত্রী মাসুম স্তানিকজাই জানিয়েছেন, শহরটিতে সরকারি বাহিনী এখনো তালেবানদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। শহরটির দখল ফিরে পেতে আরো সৈন্য পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

হেলমান্দ প্রদেশের সানগিন শহরটি আফিম চাষ হয়। আর পাকিস্তান সীমান্তবর্তী হওয়ায় তালেবানদের কাছে শহরটি গুরুত্বপূর্ণ।

এদিকে ইরাকের রামাদি শহর আইএসমুক্ত অভিযান চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। স্থল হামলার পাশিপাশি বিমান হামলা চালিয়ে অল্প সময়ের মধ্যেই শহরটি আইএসমুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছে ইরাক সরকার।