চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আন্দোলনের দ্বিতীয় দিনেও ঢাবিতে শিক্ষার্থীদের তালা

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনের দ্বিতীয় দিনেও ঢাবির বিভিন্ন ভবনে তালা লাগিয়ে দিয়েছে তারা।

শিক্ষার্থীদের আন্দোলনে কার্যত অচল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে তালা লাগিয়ে দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, আধুনিক ভাষা ইনস্টিটিউট, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট এবং কলা ভবনসহ বিভিন্ন ভবনে তালা লাগিয়ে অবস্থান নিয়েছে গেটগুলোর সামনে।

বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা চার দফা দাবি জানান। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে: চলতি শিক্ষাবর্ষ থেকেই অধিভুক্ত সাত কলেজ বাতিল, দুই মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষার ফলাফল দেয়া, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন করা এবং ক্যাম্পাসে যানবাহন নিয়ন্ত্রণ ও রিকশা ভাড়া নির্ধারণ করা।