চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাতক্ষীরায় বেগুন ক্ষেতে পোকার আক্রমণ

সাতক্ষীরায় বেগুন ক্ষেতে পোকার ব্যাপক আক্রমণ দেখা দিয়েছে। এতে ফলন বিপর্যয়ের আশংকায় পড়েছেন কৃষক।

চলতি মৌসুমে সাতক্ষীরায় আট’শ হেক্টর জমিতে আবাদ হয়েছে বিভিন্ন ধরনের বেগুন। এর মধ্যে সদর উপজেলায় চাষ হয়েছে দু’শ ৬০ হেক্টরে।

একজন কৃষক বলেন, এ বছর বেগুনে সবচেয়ে পোকার আক্রমণ হয়েছে। বেশ কিছু ওষুধ ব্যবহার করেছি। ফল ও কাণ্ড ছিদ্রকারী পোকা ফসলের ডগা ও ফল ছিদ্র করে ভেতরের অংশ খেয়ে ফেলে। শেষ পর্যন্ত গাছের বেগুন পচে যায়।

সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনার মাধ্যমে বেগুনের পোকা দমনের পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ।

সাতক্ষীরা সদরের উপজেলা কৃষি অফিসার আমজাদ হোসেন বলেন, ‘এই পোকার আক্রমণে বেগুনের ফলন শতকরা ৮০ থেকে ৯০ ভাগ নষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কোনো ফলনই হয় না। এ অবস্থায় আমরা কৃষকদের ফিরোমন ফাইভ ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি।’

মাঠ পর্যায়ে কৃষকদের সহযোগিতা না পাওয়া বিষয়ে জনবল স্বল্পতার কথা জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা।