চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাতক্ষীরায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ১ জন করোনা পজিটিভ ও বাকিরা করোনা উপসর্গ নিয়ে ভর্তি ছিলেন।

একই সময়ে ১৮৬ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের ফলাফল পজিটিভ এসেছে।  আক্রান্তের হার ২৮ শতাংশ। আক্রান্তদের ১৮ জন স্বাস্থ্যকর্মী। জেলায় এ পর্যন্ত করোনা পজিটিভে ৬৬ জন ও উপসর্গ নিয়ে ৩০৪ জনের মৃত্যু হয়েছে।

এদিকে চলতি জুন মাসের ২৫ দিনে ৩৩১২ জনের নমুনা পরীক্ষায় ১৫৫২ জনের করোনা পজিটিভ হয়েছে। আক্রান্তের হার ৪৭ ভাগ। গেল মে মাসের ৩০ দিনে ১৩৫৫টি পরঅক্ষায় ৩০৫ জনের করোনা পজিটিভ ছিল, যার আক্রান্তের হার ২২.৩১ ভাগ। অর্থাৎ টানা তৃতীয় সপ্তাহের লকডাউনের শেষ সময়ে আক্রান্তের হার দ্বিগুণেরও বেশি। তবে গত ৩দিনে তা কমতে শুরু করেছে।

সাতক্ষীরায় বুধবার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর যোগদানের পর বৃহস্পতিবার জেলা করোনা কমিটির মিটিং লকডাউন আরও এক সপ্তাহ বৃদ্ধি করেছেন। শুক্রবার রাত ১২টার পর কার্যকর হওয়ার কথা রয়েছে। রাস্তায় সাধারণ মানুষ ও ছোট যানবাহন চলতে দেখা গেছে। তবে আগের তুলনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে।