চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাকিবদের বিধিনিষেধ নিয়ে মাশরাফী যা বললেন

বছরে দুটির বেশি বিদেশি লিগে খেলতে পারবেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তিবদ্ধ ক্রিকেটাররা। বিসিবির এমন সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে নানা কথা হচ্ছে। যখন কিনা বাংলাদেশের ক্রিকেটারদের বিদেশি লিগে খেলার সুযোগ বাড়তে শুরু করেছে, তখন এমন বিধিনিষেধ কতটা যৌক্তিক? বিষয়টি নিয়ে মতভেদ থাকলেও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা এমন পদক্ষেপে বড় কোনও সমস্যা দেখছেন না।

বুধবার বারিধারায় মাদকাসক্তদের নিরাময় কেন্দ্র প্রত্যয় মেডিকেল ক্লিনিক আয়োজিত এক অনুষ্ঠানে মাশরাফী বিষয়টি নিয়ে নিজের পর্যবেক্ষণ জানালেন, ‘প্রথমত, আমার কাছে মনে হয় বাংলাদেশ দলে যারা খেলছে বা যারা ভবিষ্যতে খেলবে তাদের স্বপ্ন অবশ্যই আগে বাংলাদেশের হয়ে খেলা। এখানে আমার কাছে মনে হয় না বিরাট কোনও ইস্যু আছে।’

দেশের বাইরে বছরে চারটি লিগ খেলেন সাকিব আল হাসান। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজও পাচ্ছেন বিদেশি লিগে খেলার ডাক, তবে তারা সাকিবের মত অত বেশি ডাক পাচ্ছেন না। বিসিবির সিদ্ধান্তে তাই সাকিব ছাড়া অন্যদের সমস্যা হওয়ার কথা নয়। বিদেশি লিগে বাংলাদেশের খুব বেশি ক্রিকেটারের খেলার সুযোগ নেই বলে মাশরাফীও সমস্যাটাকে বড় করে দেখছেন না।

‘বাংলাদেশের কজনইবা বাইরে বেশি খেলে? হয়ত সাকিব খেলে। সে আইপিএল খেলে, মোস্তাফিজ আইপিএল খেলে। আইপিএল ছাড়া অন্য লিগগুলোয় হয়ত সাকিব খেলে। আমার কাছে মনে হয় না এটা বড় কোনও সমস্যা। জানি না কী সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত যদি হয়েও থাকে এটা মনে হয় না বড় কোনও সমস্যা। সবাই চায় বাংলাদেশের হয়ে খেলতে, নিজের দেশের প্রতিনিধিত্ব করতে। এখানে সমস্যা হওয়ার কথা না।’

জাতীয় দল ও ঘরোয়া লংগার ভার্সন ক্রিকেটে সাকিব-তামিমদের মনোযোগী করতে দেশের বাইরে খেলার ব্যাপারে হঠাতই কঠোর হয়েছে বিসিবি। মঙ্গলবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সংবাদ মাধ্যমকে জানান, ‘একটা ক্যালেন্ডার ইয়ারে সর্বোচ্চ দুটা লিগ খেলার ব্যাপারে আমরা অনাপত্তিপত্র দেব। দুটির বেশি লিগে কেউ খেলতে পারবে না। ঘরোয়া ক্রিকেটের ব্যাপারেও একটা নির্দেশনা আছে। ক্রিকেটারদের আমরা লংগার ভার্সনে চাচ্ছি। যারা বোর্ডের বিবেচনায় থাকবে তাদের সবাইকে খেলতে হবে।’

বিসিবির এমন সিদ্ধান্তের যৌক্তিকতা বুঝতে এটিও জানতে হবে, সাকিব-তামিমরা কেবল ঘরোয়া লিগের দুটি আসরেই খেলে থাকেন। একটি ঢাকা প্রিমিয়ার লিগ, আরেকটি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বোর্ড চাচ্ছে ক্রিকেটাররা লংগার ভার্সন ক্রিকেট এনসিএল ও বিসিএলেও খেলুক।

ছবি: জাকির সবুজ