ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেরদিন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানের চোট নিয়ে জেগেছিল শঙ্কা। স্ক্যান রিপোর্টে খারাপ কিছু ধরা পড়েনি। বুধবার চট্টগ্রামে শুরু হতে চলা প্রথম টেস্টে দলের সেরা অলরাউন্ডারকে পাচ্ছে স্বাগতিকরা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক মুখপাত্র চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘সাকিবকে নিয়ে ভয়ের কিছু নেই। সব ঠিকঠাক আছে। স্ক্যান রিপোর্ট ভালো। ম্যাচে তাকে পেতে অনিশ্চয়তা নেই।’
ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচে পিঠে বল লেগেছিল সাকিবের। এরপর এক্স-রেতে কোনো সমস্যা ধরা পড়েনি। কিন্তু পেশিতে সমস্যা আছে কিনা, সেটি পরীক্ষা করে দেখতেই মঙ্গলবার স্ক্যান করাতে হাসপাতালে যেতে হয় সাকিবকে।
৭ ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। ব্যথা অনুভব করায় সোমবার দলের সঙ্গে থাকলেও অনুশীলন করেননি।








