চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাকিবকে ‘কিংবদন্তি’ বলায় শচীনকে ধন্যবাদ

সাকিব আল হাসানের পারফরমেন্স কিংবদন্তি পর্যায়ের বলে মন্তব্য করায় শচীন টেন্ডুলকারকে ধন্যবাদ জানিয়েছেন দেশ সেরা ক্রিকেটার সাকিব।

এর আগে শচীন-ওয়ার্নের নেতৃত্বে ২৮ জন অল-স্টার ক্রিকেটারকে নিয়ে আয়োজিত তিন ম্যাচ টি-২০ খেলতে যুক্তরাষ্ট্রে রয়েছে শোয়েব আকতার, শন পোলক, জয়াবর্ধনে থেকে শুরু করে জন্টি রোডসের মতো তারকারা। কিন্তু বাংলাদেশের কেউ নেই কেনো?

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে শচীন বলেন ‘এখানে যারা খেলছে, তারা সবাই কিংবদন্তির পর্যায়ে। তাদের পারফরম্যান্স কিংবা রেকর্ড ছিল অসাধারণ। আর এখানে যারা খেলছে, তারা সবাই এখন আর খেলে না। অবসর নিয়েছে।বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একজনই এদের সঙ্গে খেলার যোগ্য। সে হলো সাকিব আল হাসান। কিন্তু সে তো এখনো অবসর নেয়নি। আমি চাইও না সে অবসর নিক। ওকে আপাতত আন্তর্জাতিক ক্রিকেটটাই খেলতে দিন। যখন ওর সময় আসবে, অবশ্যই আমাদের সঙ্গে খেলবে।’