চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাউথ কোরিয়ার আকাশে মার্কিন যুদ্ধবিমান

নর্থ কোরিয়া হাইড্রোজেন বোমা পরীক্ষার ঘোষণা দেওয়ার উত্তেজনার মধ্যেই সাউথ কোরিয়ার আকাশে বি-ফিপটি টু বোমারু বিমান উড়িয়েছে যুক্তরাষ্ট্র। বিমানটি নর্থ ও সাউথ কোরিয়ার সীমান্তবর্তী একটি বিমান ঘাঁটির ওপর খুব নীচ দিয়ে উড়তে দেখা যায়।

পশ্চিম প্রশান্ত মহাসাগরের গুয়াম বিমান ঘাঁটি থেকে ওড়া যুদ্ধ বিমানটি পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, নর্থ কোরিয়ার সাম্প্রতিক উস্কানিমূলক কার্যক্রমের জবাব এটি।

নর্থ কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষা নিয়ে সমালোচনার অধিকার কারও নেই।