চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাউথ আফ্রিকা সিরিজে অনিশ্চিত তাসকিন

ইনজুরিতে আক্রান্ত হয়ে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারেন নি তাসকিন আহমেদ। আরও কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। বাংলাদেশের এই গতির ঝড় তোলা বোলারের বিশ্বাস সাউথ আফ্রিকা সিরিজের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন।

সাউথ আফ্রিকার বিপক্ষে দুইটি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৫ এবং ৭ জুলাই। আর তিনটি ওয়ানডে ম্যাচ হবে ১০, ১২ এবং ১৫ জুলাই।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

তাই নিশ্চিত করেই বলা যায় টি-২০ সিরিজে থাকছেন না তাসকিন। ওয়ানডে ম্যাচগুলোতে তাকে দেখা যেতে পারে।

এজন্য দেহের বামপাশে ছড়ে গিয়ে যে ধরনের ইনজুরিতে তিনি আক্রান্ত হয়েছেন এতে স্বাভাবিকভাবে মাঠে ফিরতে যতো সময় লাগে তার তুলনায় দ্রুতই সুস্থ হয়ে উঠতে হবে তাসকিনকে।

ভারতের এবারের বাংলাদেশ সফরের প্রথম ওয়ানডে ম্যাচটিতে তাসকিন ২ উইকেট লাভ করেন। তবে দ্বিতীয় ম্যাচে উইকেট শূন্য থাকতে হয় তাকে।

তৃতীয় ওয়ানডে ম্যাচে তাসকিনের পরিবর্তে স্পিনার আরাফাত সানি খেলেন।