চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাইবার পুলিশ স্টেশন বানাচ্ছে চীন

অনলাইনে অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নিতে বড় বড় ইন্টারনেট কোম্পানি ও ওয়েবসাইট অফিসগুলোর কাছাকাছি ‘সাইবার সিকিউরিটি পুলিশ স্টেশন’ বানানোর পরিকল্পনা করছে চীন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এই পরিকল্পনার কথা জানিয়েছে চায়না জননিরাপত্তা মন্ত্রণালয়ের ডেপুটি মন্ত্রী শেন জিয়ামিন।

মন্ত্রী জিয়ামিন বলেন, আমরা গুরুত্বপূর্ণ ওয়েবসাইট ও ইন্টারনেট ফার্মের কাছাকাছি সাইবার পুলিশ স্টেশন গড়ে তুলবো, যাতে করে অনলাইন অপরাধীদের দ্রুততম সময়ের মধ্যে ধরা সম্ভব হয়।

চীন সাম্প্রতিক বছরগুলোতে অভ্যন্তরীণভাবে ইন্টারনেট ব্যবহারকারীদের উপর বেশ কড়াকড়ি আরোপ করেছে। আর পর্ণোগ্রাফি ও রাজনৈতিকভাবে সংবেদনশীল বিষয়গুলো দ্রুত মুছে ফেলতে ইন্টারনেট কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে।