চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা করায় বাংলাদেশ মহিলা পরিষদের নিন্দা

দৈনিক প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগে আটকে রেখে হেনস্ত করা হয়েছে। তাঁকে পাঁচ ঘণ্টা আটকে রাখায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এর প্রতিবাদে গভীর বিস্ময় ও উদ্বেগ জানিয়েছেন বাংলাদেশ মহিলা পরিষদ।

 

বাংলাদেশ মহিলা পরিষদ পেশাগত দায়িত্ব পালনের সময়ে একজন নারী সাংবাদিকের ওপর সরকারের স্বাস্থ্য বিভাগের এই আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফওজিয়া মোসলেম অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি ও তাঁর সুচিকিৎসার দাবি জানিয়েছেন এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এই ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. ফওজিয়া মোসলেম বিবৃতিতে স্বাক্ষর করেন।