চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সাংবাদিকদের সাথে পুলিশের কথা বলা বিষয়ে নতুন আদেশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া এবং পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ছাড়া সাংবাদিকদের সাথে পুলিশের পক্ষ থেকে অন্য কেউ কথা বলতে পারবে না বলে অফিসিয়াল অর্ডার দিয়েছেন ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

উধ্বর্তন পুলিশ কর্মকার্তদের প্রতি চিঠি পাঠিয়ে বৃহস্পতিবার এই আদেশ জারি করেন ডিএমপি কমিশনার।

পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ কমিশনারসহ উধর্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি ডিএমপি কমিশনারের প্রেরিত চিঠিটির আদেশ নং ১৪৪/২০১৫।

তদন্তাধীন বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলায় তদন্তকাজ বাঁধাগ্রস্থ হয় এই কারণ দেখিয়ে ডিএমপি কমিশনার এই অফিসিয়াল অর্ডার পাঠিয়েছেন।