চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সহজ ডটকমকে ২ লাখ টাকা জরিমানা আদায় স্থগিত

ট্রেনের টিকিটের অব্যবস্থাপনা নিয়ে সম্প্রতি প্রতিবাদ করে আলোচনায় আসা মহিউদ্দিন রনির অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সহজ ডটকমকে দুই লাখ টাকা জরিমানা আদায় স্থগিত করেছেন হাইকোর্ট।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের করা জরিমানার আদেশের সহজ ডটকমের আবেদনের শুনানি নিয়ে রোববার বিচারপতি মো. খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালত তার রুলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানার সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়েছেন। আগামী ১৫ দিনের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে সহজ ডটকমের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানজীব উল আলম। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।