চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বুশ প্রশাসনের সাবেক সহকারী অ্যার্টনি হচ্ছেন এফবিআই প্রধান

মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই এর প্রধান হতে যাচ্ছেন আইনজীবী ক্রিস্টোফার রে। ক্রিস্টোফার রে জর্জ ডাব্লিউ বুশের সময়ে ২০০৩-২০০৫ সাল পর্যন্ত সহকারী অ্যার্টনি হিসাবে দায়িত্ব পালন করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার টুইটারে এক টুইটে এমনটি জানিয়েছেন।

ক্রিস্টোফার সম্পর্কে প্রশংসা করে বুধবার এক টুইট বার্তা ট্রাম্প লেখেন,‘ত্রুটিহীন মেধাবী মানুষ হচ্ছেন ক্রিস্টোফার।সিনেট থেকে অনুমোদনের পরই ক্রিস্টোফারের নিয়োগ চূড়ান্ত হবে।’

গত মাসে হিলারি ক্লিনটনের ই-মেইল সংক্রান্ত তদন্তে ভুল তথ্য দেয়ার অভিযোগে মার্কিন ফেডারেল গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কোমিকে বরখাস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ফলে শীর্ষ ‍এই পদটি ফাঁকা হয়।

এফবিআই’র প্রধান হিসেবে নিয়োগের দৌড়ে ছিলেন এফবিআই’র ভারপ্রাপ্ত প্রধান অ্যান্ড্রু ম্যাককাবে, অ্যাটর্নি জেনারেল জেফ সেসন্স এবং তার সহকারী রড রসেনস্টেইন।

এই পদের জন্য ১১ জনকে বিবেচনা করা হয়েছিল বলে যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরের বরাত দিয়ে জানিয়েছিলো বিবিসি। অবশেষে ক্রিস্টোফার সেই পদে বসতে যাচ্ছেন।