চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সরকারি কলেজে ১২ হাজার ৫৮৮টি নতুন পদ 

সরকারি কলেজে বিসিএস-সাধারণ শিক্ষা ক্যাডারের নতুন ১২ হাজার ৫শ’ ৮৮টি পদ সৃষ্টি করা হচ্ছে। প্রাথমিকভাবে এসব পদে অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বর্তমানে দেশে সরকারি কলেজের সংখ্যা ৩শ’ ২৭। উচ্চ মাধ্যমিক ও উচ্চ শিক্ষাস্তরে এসব কলেজে লেখাপড়া করছে ১৫ লাখ শিক্ষার্থী।

সরকারি কলেজের মধ্যে ২৪টিতে উচ্চ মাধ্যমিক আর ৭৮টিতে ডিগ্রি স্তরের শিক্ষার্থী লেখাপড়া করছে। ১৪টি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ও তিনটি আলিয়া মাদ্রাসাতেও কর্মরত আছেন বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা।

২০৮টি কলেজে আছে অনার্স ও মাস্টার্স। সরকারি কলেজে শিক্ষার্থী অনুপাতে শিক্ষকের স্বল্পতা রয়েছে এমন অভিযোগ দীর্ঘদিনের। সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, এরইমধ্যে প্রাথমিক পদ সৃষ্টির প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রয়োজনীয় এসব পদ সৃষ্টি হলে শিক্ষাচিত্রে অনেকটাই উন্নতি আশা করছে অধিদপ্তর। বর্তমানে স্নাতক সম্মান, স্নাতক পাস ও উচ্চমাধ্যমিক শ্রেণিতে লেখাপড়া করান বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ১৫ হাজার ৭৫ জন শিক্ষক।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-