চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সমুদ্র স্নান করতে এসে পুলিশি নির্যাতনের শিকার মার্কিন নারী

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির সমুদ্র সৈকতে এক নারীকে লোকচক্ষুর সামনেই মাথায় আঘাত করলেন পুলিশ। তবে মার্কিন ওয়াল্ডউড পুলিশ ডিপার্টমেন্টের এই ধরনের পুলিশি নির্যাতনের দৃশ্য নিমেষেই ভাইরাল হয়ে যায় সমুদ্র স্নান করতে আসা এক পর্যটকের ক্যামেরার মাধ্যমে।

শনিবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ফুটেজে দেখা যায়, ওয়াল্ডউড পুলিশ ডিপার্টমেন্টের তিনজন পুলিশ অফিসার মারছে ২০ বছর বয়সী এমিলি উইনমেনকে।

পুলিশের দাবি, ওই নারী সমুদ্র সৈকতে বেআইনি ভাবে অবৈধ অ্যালকোহল নিয়ে গিয়েছিল। এবং সেই সময় সৈকতে ডিউটিতে ছিলেন দুই পুলিশ কর্মকর্তা।

‘মার্কিন মেমোরিয়াল দিবসে’ সমুদ্রে স্নান করতে আসে এমিলি উইনমেন। হঠাৎ এক পুলিশ অফিসার এসে তার সামনে দাঁড়ালে এমিলি অন্য পুলিশ অফিসারকে লাথি মেরে আঘাত করার চেষ্টা চালায়। এই সময় পুলিশ তার হাত আটকে ফেলে। আরেক অফিসার তার মাথায় আঘাত করতে থাকে।

তবে ভাইরাল হওয়া ফুটেজ ভয়সের তথ্য মতে, ফিলাডেলফিয়ার ওই নারী বার বার পুলিশকে থামানোর চেষ্টা করছিল।

বিবিসি জানায়, ভাইরাল হওয়া ভিডিওটি করেছিলেন এমিলির এক বান্ধবী আলেক্সিস হিউইট। সে জানায়, হঠাৎ করে পুলিশ তাকে আঘাত করতে থাকলে আশেপাশের মানুষ চিৎকার করে, আমি আমার হাতে ক্যামেরা দিয়ে পুরো বিষয়টা ভিডিও করি।

পুলিশ জানায়, সমুদ্রে মদ পান এবং অশোভন আচরণে অভিযোগে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়াইল্ডউড পুলিশের ডিপার্টমেন্টে থেকে জানানো হয়, ঘটনার রিপোর্ট দেখেই আমরা তদন্ত কাজ শুরু করেছি।

ঘটনাটি দেখুন প্রত্যক্ষদর্শীর ধারণ করা ভিডিও লিংকে