চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সব রোহিঙ্গাকে ফেরত নেওয়া হবে: মিয়ানমার

মিয়ানমারের জাতিগত নিধনের মুখে পালিয়ে বাংলাদেশে আসা ৭ লাখ রোহিঙ্গার সবাই যদি স্বেচ্ছায় ফিরে যেতে চায় তাহলে সবাইকে ফিরিয়ে নিতে রাজি মিয়ানমার।

মিয়ানমারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাউং তুন শনিবার এমনটি জানান। শনিবার সিঙ্গাপুরে আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন শাংরি-লা সংলাপে এমন মন্তব্য করেন তিনি।

গত বছরের আগস্টে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নিধন অভিযানের মুখে প্রায় ৭ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

খুন, ধর্ষণ ও অগ্নিসংযোগের এই ঘটনাকে জাতিগত নিধনযজ্ঞের ‘পাঠ্যপুস্তকীয় উদাহরণ’ বলে আখ্যা দেয় জাতিসংঘ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল রোহিঙ্গাদের ‘বিশ্বের সবচেয়ে নিপীড়িত সংখ্যালঘু’ বলে অভিহিত করেছে।

তবে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে গত বছরের নভেম্বরে বাংলাদেশ-মিয়ানমারের মধ্যে চুক্তি হলেও মিয়ানমারের অসহযোগিতার কারণে তা কার্যকরে তেমন অগ্রগতি নেই।