চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘সব ব্লগার হত্যা একইসূত্রে গাঁথা’

দেশের সব ব্লগার হত্যাকাণ্ড একইসূত্রে গাঁথা বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। তেজগাঁওয়ের বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান হত্যা মামলায় পলাতক আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্যকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।

মনিরুল বলেন, আনসারউল্লাহ বাংলা টিমের ওই সদস্যের পরিকল্পনায় হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে তাকে ধরতে না পারলেও ওই ঘটনায় হাতেনাতে ধরা পড়ে আনসারউল্লাহ বাংলা টিমের সদস্য জিকরুল্লাহসহ দুজন। তারা বর্তমানে জেলহাজতে আটক রয়েছে।

তিনি জানান, ঘটনার চারদিন আগে ওই হত্যাকাণ্ডের সব প্রস্তুতি নিয়েছিলো খুনিরা। তবে সাইফুল ইসলাম নামে ওই টিমের একজন ধরা পড়ে যাওয়ায় ওইদিন কিলিং মিশন সফল হতে পারেনি।

যুগ্ম কমিশনার বলেন, আদালতে সাইফুল ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে সে।

জবানবন্দিতে কী আছে তা না বললেও দেশের সব ব্লগার হত্যাকাণ্ড একইসূত্রেগাঁথা বলে জানান এ  গোয়েন্দা কর্মকর্তা।

গত ৩০ মার্চ রাজধানীর বেগুনবাড়িতে ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করা হয়। এরআগে ২৬ ফেব্রুয়ারি কুপিয়ে হত্যা করা হয় আরেক ব্লগার ও লেখক অভিজিৎ রায়কে।

দু’দিন আগে একই কায়দায় সিলেটে কুপিয়ে খুন করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে।