চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সব দ্বন্দ্বের অবসান, আজ থেকে শুটিং শুরু হচ্ছে টলিপাড়ায়

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর আজ থেকে শুরু হতে যাচ্ছে ভারতীয় বাংলা সিরিয়ালের শুটিং।

১০ জুন থেকে ভারতীয় বাংলা সিরিয়ালের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও শিল্পীদের বীমা এবং স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আশ্বাস না পাওয়ায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছিল এখনই শুটিং শুরু করা হচ্ছে না। তবে বুধবার বিকেলে পশ্চিমবঙ্গের মন্ত্রী অরূপ বিশ্বাসের হস্তক্ষেপে সব ঝামেলা মিটমাট করা হয় এবং সিদ্ধান্ত নেয়া হয় ১১ জুন থেকে শুটিং শুরু করা হবে।

বুধবার বিকেলে আর্টিস্ট ফোরাম, প্রডিউসার গিল্ড ও চ্যানেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসেন মন্ত্রী অরূপ বিশ্বাস। সেখানে তিনি বলেন, আমাদের বৃহৎ, যৌথ পরিবার। কোথাও, কোথাও আমাদের মধ্যে সমস্যা ছিল। সেই সমস্যা মিটে গেছে। ছবির শুটিং চলছে। আগামীকাল থেকে টেলিভিশনের শুটিংও শুরু হবে।’

৪ জুন মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে টলিপাড়ার সব বিভাগের প্রতিনিধি মিলে সিদ্ধান্ত হয়েছিল, ১০ জুন থেকে শুটিং শুরু হবে। তবে সিদ্ধান্ত নেয়া হয়েছিল যে ১০ বছরের কম বয়সী শিশু এবং ৬৫ উর্ধ্ব অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে এই মুহূর্তে কাজ হবে না। কোনও চুম্বন বা ঘনিষ্ঠ দৃশ্য থাকবে না। শুটিং ফ্লোরে একসঙ্গে ছয় জন শিল্পীকে নিয়ে শুটিং হবে।

প্রযোজকদের দাবি জানানো হয়েছিল কর্মরত অবস্থায় কোনও শিল্পীর মৃত্যু হলে তার পরিবারকে ২৫ লক্ষ টাকা দিতে হবে। সিরিয়ালের শিল্পীদের এই স্বাস্থ্য বিমার ৫০ শতাংশ দেবে চ্যানেল কর্তৃপক্ষ, ৪০ শতাংশ প্রযোজক আর ১০ শতাংশ দেবে ফোরাম। কিন্তু বুধবার পর্যন্ত বিমার কাগজ হাতে না পাওয়ায় শুটিং শুরু করতে রাজি হয়নি আর্টিস্ট ফোরাম। বিজনেস ইনসাইডার ইন্ডিয়া