চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সব ক’টি মামলায় জামিন পেলেন বিএনপি নেতা রিজভি

বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকল মামলা থেকে জামিন পেয়েছেন। এ যাবৎ তার বিরুদ্ধে দায়ের করা মোট ২১ টি মামলায় জামিন পাওয়ায় মুক্তিতে আর কোনো বাধা রইল না। রুহুল কবির রিজভি সম্প্রতি দুইটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পান।

মঙ্গলবার চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের জামিন আদেশ বহাল রাখেন। আদালতে রিজভির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তাকে সহায়তা করেন জহুরুল ইসলাম সুমন।

শুনানী করে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত তার আদেশে বলেন ‘নো অর্ডার’ অর্থাৎ হাইকোর্টের দেয়া সে আদেশ বহাল থাকলো।

শুনানি শেষে জহুরুল ইসলাম সুমন জানান, এ দুই মামলায় জামিন আদেশ বহাল থাকায় কারগার থেকে মুক্তিতে তার আর কোনো বাধা নেই।

২ নভেম্বর হাইকোর্ট থেকে নাশকতার দুই মামলায় জামিন পান রিজভি। হাইকোর্টের সে আদেশের বিরুদ্ধে চেম্বারে যায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশের স্থগিত চেয়ে আবেদন করে ২ নভেম্বর।

বিএনপির এ নেতার বিরুদ্ধে এ যাবৎ দায়ের করা হয় মোট ২১ টি মামলা। সবকটি মামলায় জামিন পেয়ে যাওয়ায় আপাতত রিজভির কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী অ্যাডভোকেট জহুরুল হক সুমন।

বিএনপি নেতা রুহুল কবির রিজভি বর্তমানে কারাগারে আছেন।