চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সবার আগে লাইসেন্স পেলো দেশীয় ‘পিকমি’

রাইড শেয়ারিংয়ে দেশের প্রথম কোম্পানি হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অনুমোদন পেয়েছে পিকমি।

গত সোমবার পিকমি এই অনুমোদন লাভ করে বলে পিকমি’র বিজনেস অপারেশন্স বিভাগের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগের সব আবেদন বাতিল করে এবার অনলাইনে আবেদন গ্রহণ করে বিটিআরটিএ। আর তারা যেহেতু আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছিলেন তাই দ্রুততার সঙ্গে আবেদন করে অনুমোদনও পেয়ে গেছেন।

অনলাইনে অনুমোদন পাওয়ার পর পিকমি এখন তাদের নেটওয়ার্কে থাকা চালক এবং বাহনের নিবন্ধন করবে বলে জানান তিনি।

এর আগে ১৬টি কোম্পানি লাইসেন্স(অনুমোদন) পাওয়ার জন্য আবেদন করলেও নীতিমালার কিছু জটিলতা থাকার কারণে লাইসেন্স দেয়ার প্রক্রিয়াই আটকে ছিল।

তখনকার নীতিমালায় একজন রাইডার কেবল একটি রাইড শেয়ারিং কোম্পানির নেটওয়ার্কেই থাকতে পারবেন এমন বাধ্যবাধকতা ছিল। সব আগ্রহী পক্ষ এর বিরুদ্ধে আপত্তি তোলে। ফলে বিআরটিএকে নীতিমালার এই অংশে পরিবর্তন আনতে হয়।