চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

আধুনিক কৌশলে সবজি চাষে মনিরামপুরের শতাধিক নারীর দৃষ্টান্ত

আকরামুজ্জামান, যশোর প্রতিনিধি: বসতভিটায় নিরাপদ ও পুষ্টিগুণসম্পন্ন সবজি চাষ করে দৃষ্টান্ত গড়েছেন যশোরের মনিরামপুরের শতাধিক নারী। আধুনিক আবাদ কৌশল ব্যবহার করে বাড়ির আঙ্গিনায় তারা গড়ে তুলেছেন সবজি বাগান।

নারী কৃষিপ্রযুক্তি ক্লাবের শিক্ষার্থী এসব নারীর উদ্যোগে মনিরামপুর উপজেলার বেগারীতলা গ্রামের প্রায় প্রতিটি বাড়ির আঙ্গিনায় গড়ে উঠেছে নানান জাতের সবজি বাগান। নিজ নিজ পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করে এসব সবজি তারা বিক্রি করছেন বাজারে।

এখানে সবজি উৎপাদনে কোনো কিটনাশক ব্যবহার হয় না। ব্যবহার করা হয় শুধু জৈবসার। বসতবাড়ির আঙ্গিনায় নিরাপদ ও পুষ্টিসম্পন্ন ফসল আবাদে এই নারী কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ। এখানে প্রতিটি বাড়ির আঙ্গিনায় রয়েছে জৈব সার উৎপাদন ক্ষেত্র।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: