চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সপ্তাহের শেষেই ম্যানসিটি-হালান্ড চুক্তি?

আর্লিং হালান্ডের ইংলিশ প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে খেলতে যাওয়ার কথা অনেকদিন ধরেই উড়ছে। সেটি সত্যি হতে চলেছে বলে ইংলিশ গণমাধ্যমে খবর। চলতি সপ্তাহের শেষেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। ম্যানচেস্টার সিটির হয়ে যাবেন হালান্ড।

খবর, ইংলিশ ক্লাবটির সাথে পাঁচ বছরের চুক্তি করতে চলেছেন নরওয়ে সেনসেশন। প্রাথমিক সমঝোতা চুক্তিও হয়ে গেছে দুপক্ষের। পেপ গার্দিওলার ম্যানসিটি ৬৩ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজে বরুশিয়া ডর্টমুন্ড থেকে আনছে তাকে।

প্রস্তাবিত চুক্তিতে বসলে ইপিএলের দামি ফুটবলার হবেন হালান্ড। বর্তমানে সর্বোচ্চ উপার্জনকারী সিটিজেনদেরই কেভিন ডি ব্রুইনের চেয়ে আকাশচুম্বী হবে তার বেতন। সপ্তাহে প্রায় পৌনে ৪ লাখ পারিশ্রমিক পান ব্রুইন। ৫ লাখ পাবেন হালান্ড।

২০২০ সালে সলজবুর্গ থেকে ডর্টমুন্ডে আসেন হালান্ড। জার্মানিতে ৮৫ ম্যাচে ৮২ গোল করে নিজেকে জায়ান্ট ক্লাবগুলোর পছন্দের শীর্ষে তুলেছেন। স্প্যানিশ জায়ান্ট রিয়াল-বার্সার মতো হালান্ডকে ঘিরে স্বপ্ন দেখা শুরু করেছে ফরাসি পিএসজিও।

গার্দিওলার সিটি দুবছর ধরে হালান্ডকে পেতে অপেক্ষা করছে। তারা খুব ভালো একটি প্রস্তাব প্রস্তুত করেছে। যা অন্য ক্লাবের থেকে সিটিজেনদের অনেকটা এগিয়ে রেখেছে।

গত গ্রীষ্মে ক্লাব কিংবদন্তি সার্জিও আগুয়েরো চলে যাওয়ার পর চলতি মৌসুমে প্রধান স্ট্রাইকার ছাড়াই খেলা চালিয়ে যাচ্ছে সিটি। গার্দিওলা হ্যারি কেনের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন। তাকে পাওয়া হয়নি।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে লিভারপুলের সাথে তীব্র প্রতিযোগিতার মধ্যে দিয়ে যাচ্ছে সিটি। ৩ পয়েন্টে এগিয়ে টেবিলের শীর্ষে তারা।