চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সঠিক পদক্ষেপের কারণে কঠিন পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সঠিক পদক্ষেপের কারণে কঠিন পরিস্থিতি মোকাবেলা সম্ভব হয়েছে।

বুধবার আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সভায় তিনি বলেন, করোনার সময় কোন রাজনৈতিক দল বা এনজিও মানুষের সেবায় এগিয়ে না আসলেও জীবনের ঝুঁকি নিয়ে আওয়ামী লীগ মানুষের পাশে ছিলো।

করোনার কারণে দীর্ঘ সময় পরে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের নীতিনির্ধারণী ফোরাম সভাপতিমণ্ডলীর সভা। সভার শুরুতে সভাপতিমণ্ডলীর দুই সদস্য মোহাম্মদ নাসিম ও সাহারা খাতুনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে বিশ্বজুড়েই এক অস্বাভাবিক পরিস্থিতি চলছে। তার ওপর বাংলাদেশে হানা দেয় ঘুর্ণিঝড় ও বন্যা।

মহামারিতে আওয়ামী লীগের নেতাকর্মী, প্রশাসন-পুলিশ, সশস্ত্রবাহিনী ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়ানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন আওয়ামী লীগ সভাপতি।

করোনাকালীন সময়ে ঘোষিত বাজেট পুরোপুরি বাস্তবায়নের চেষ্টা অব্যাহত রাখা হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।