চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সঙ্কট সমাধানে শিক্ষক নেতাদেরকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী

অষ্টম জাতীয় বেতন স্কেল ও মর্যাদার বৈষম্য নিয়ে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন নেতাদের সঙ্গে সোমবার গণভবনে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে তিনি শিক্ষকদের দাবিদাওয়া পূরণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবিদাওয়া তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিবেচনার আশ্বাস দিয়েছেন। অর্থমন্ত্রী ও শিক্ষামন্ত্রী দেশে ফিরলেই এ বিষয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।’

প্রধানমন্ত্রীর আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহার করা হবে কি না জানতে চাইলে অধ্যাপক ফরিদ বলেন, ‘শিক্ষকদের সঙ্গে আলাপ করে আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’

এর আগে দেশের বিশিষ্ট নাগরিকদের সম্মানে গণভবনে পিঠা উৎসবের আয়োজন করেন প্রধানমন্ত্রী। এতে আমন্ত্রণ পান পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেতারাও। পরে আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকে করেন তিনি।

দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির মোর্চা শিক্ষক সমিতি ফেডারেশন অষ্টম বেতন কাঠামোয় ‘অসঙ্গতি’ নিরসনের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন।

সর্বশেষ গত ১১ জানুয়ারি থেকে কর্মবিরতি পালন করছেন তারা।