চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংস্কারের অভাবে চরম ঝুঁকিতে মনপুরার ল্যান্ডিং ষ্টেশন

ভোলার বিচ্ছিন্ন দ্বীপ মনপুরা উপজেলার ল্যান্ডিং ষ্টেশনটি চরম ঝুঁকির মধ্যে রয়েছে। নির্মাণের প্রায় ১০ বছর পরও সংস্কার না করায় ল্যান্ডিং ষ্টেশনটি নদী গর্ভে বিলীন হতে চলেছে। তাই ঝুঁকি নিয়েই ছোট বড় কার্গো জাহাজ, লঞ্চ ও ট্রলার ওই ল্যান্ডিং ষ্টেশনে নোঙর করছে।

সী-ট্রাকসহ লঞ্চ, ষ্টিমার, পণ্যবাহী বড় বড় কার্গো জাহাজ নোঙ্গরের পাশাপাশি যাত্রীদের উঠানামার সুবিধার জন্য ২০০৭ সালে ১৫০ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থ র্দীঘ ল্যান্ডিং ষ্টেশনটি নির্মাণ করে বিআইডব্লিউটিএ।

কিন্তু ল্যান্ডিং ষ্টেশনের সাথে নদীর তীরে অন্য কোন পন্টুন নির্মাণ না করায় কার্গো জাহাজ, সি-ট্রাক, লঞ্চ, ট্রলারগুলো প্রতিনিয়ত ওই ল্যান্ডিং ষ্টেশনে নোঙর করে। এতে ল্যান্ডিং ষ্টেশনের কয়েকটি পিলার নদীর নিচ থেকে অনেকটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এছাড়াও ষ্টেশনটির কোন নজরদারি না থাকায় লোহার রেলিং খুলে নেয়া হয়েছে।

জেলা প্রশাসক ও বিআইডব্লিউটিএর কর্মকর্তা জানান, ল্যান্ডিং ষ্টেশনটিকে ব্যবহার উপযোগী করতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকাবাসীর দাবি, প্রাকৃতিক সৌন্দর্যের কারণেই মনপুরা দ্বীপ এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে। এই গুরুত্ব বিবেচনায় রেখে দ্রুত ল্যান্ডিং ষ্টেশনটি সংস্কার করতে হবে।

ভোলা থেকে হারুন উর রশীদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমর এর রিপোর্টে দেখুন বিস্তারিত: