চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার, নতুবা দেশ গড়া সম্ভব নয়।  ত্রুটিপূর্ণ আইনের জন্য বিচার কার্য ব্যাহত হচ্ছে এবং মামলা ভেঙে যাচ্ছে।

বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার আইনজীবী সমিতির বার্ষিক নৈশভোজে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন এস কে সিনহা। এ সময় আইনজীবীদের নিজের হাতে আইন তুলে না নেয়ার পরামর্শ দেন তিনি।

পৌর জনমিলনায়তনে জেলা বারের সভাপতি কামাল উদ্দিন আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কামরেল আহমদ চৌধুরীর সঞ্চালনায় এই নৈশভোজ অনুষ্ঠিত হয়।

নৈশভোজ পূর্ব আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন, হাইকোর্টের রেজিস্টার সৈয়দ দিলজার আহমদ, জেলা ও দায়রা জজ শফিকুল ইসলাম সহ মৌলভীবাজার ও সিলেটের জেলা ও দায়রা জজ বৃন্দ, জেলা প্রশাসক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্র্যাট, পুলিশ সুপার এবং সিনিয়র আইনজীবীবৃন্দ।