চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে কারা থাকছেন?

সন্ধ্যায় গণভবনে আলোচিত সংলাপে বসবে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্ট। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলোচনায় থাকবেন আওয়ামী লীগসহ ১৪ দলীয় জোটের ২২ জন নেতা।

আর গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের ১৬ জন নেতা আলোচনায় অংশ নেবেন।

সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রমেশ চন্দ্র সেন, আব্দুল মতিন খসরু, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ।

আলোচিত এই সংলাপে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো থাকবেন ড. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর হাছান মাহমুদ, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ. ম. রেজাউল করিম, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৪ দলীয় জোটের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের একাংশের সভাপতি হাসানুল হক ইনু, আরেকাংশের কার্যকরি সভাপতি মাঈনুদ্দিন খান বাদলও আলোচনায় অংশ নেবেন।