চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে বাংলাদেশ

শ্রীলঙ্কা সফরে থাকা বাংলাদেশ দলের ক্রিকেটাররা তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার থেকে অনুশীলন শুরু করেছে। সকালে টিম হোটেলের অদূরে একটি মাঠে পুরো দল নামে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে।

লঙ্কায় গিয়ে কলম্বো শহর থেকে অনেকটা দূরে নিগম্বোতে বুধবার পর্যন্ত রুমবন্দি কোয়ারেন্টিনে থাকতে হয়েছে সফরকারীদের। কোয়ারেন্টিন শেষে করোনাকালে জৈব সুরক্ষা বলয়ে থেকেই অনুশীলন করতে হচ্ছে মুমিনুল হকের দলকে।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

দুই দিন হালকা অনুশীলনের পর ১৭-১৮ এপ্রিল নিজেদের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে প্রাথমিক স্কোয়াডের খেলোয়াড়রা। ম্যাচে সবার অবস্থা মূল্যয়নের পর ঘোষণা করা হবে টেস্ট সিরিজের মূল স্কোয়াড। ২১ সদস্যের প্রাথমিক দল নিয়ে লঙ্কায় গেছে বাংলাদেশ।

প্রস্তুতি ম্যাচের পর ক্যান্ডি চলে যাবে টিম টাইগার্স। সেখানকার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দিন অনুশীলন করার পর ২১ এপ্রিল শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে নামবে বাংলাদেশ দল। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু ২৯ এপ্রিল।