চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কায় এসে করোনা পজিটিভ মঈন

কঠিন কোয়ারেন্টাইনের দোহাই দিয়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলেনি শ্রীলঙ্কা। তারাই আবার স্বাস্থ্যবিধি শিথিল করেছে ইংল্যান্ডের জন্য। লঙ্কান মাটিতে সিরিজ খেলতে গিয়ে ধাক্কা খেয়েছে ইংলিশরা, হাম্বানটোটার বিমানবন্দরে নেমে করোনা টেস্টে পজিটিভ হয়েছেন দলটির অলরাউন্ডার মঈন আলি।

দুই টেস্টের সিরিজ খেলতে রোববার শ্রীলঙ্কায় পৌঁছায় ইংল্যান্ড দল। হাম্বানটোটার বিমানবন্দরে করোনা পরীক্ষার পর সোমবার টেস্টে পজিটিভ হন মঈন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিবৃতিতে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছে, ১০দিন আইসোলেশনে থাকতে হবে মঈনকে। ১৪ জানুয়ারি থেকে শুরু হওয়া গল টেস্টে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে। একবছর স্বেচ্ছা বিরতি শেষে এই টেস্ট দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল তার।

অন্যদিকে মঈনের সংস্পর্শে আসায় আলাদা থাকতে হবে ক্রিস ওকসকেও। পরে একাধিক টেস্টে নেগেটিভ হলে গল টেস্টে খেলার ছাড়পত্র পাবেন সফরকারীদের পেস-অলরাউন্ডার।