চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কার শোকে মধ্যরাত থেকে অন্ধকার রাখা হবে আইফেল টাওয়ার

শ্রীলঙ্কায় ইস্টার সানডের অনুষ্ঠানে সিরিজ বোমা হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার মধ্যরাত থেকে আইফেল টাওয়ারের লাইট বন্ধ করে দেওয়া হবে।

সিএনএন জানায়, সোমবার রাত ১২টায় আইফেল টাওয়ারের লাইট বন্ধ রেখে নিহত ২৯০ জন এবং আহত পাঁচ শতাধিক মানুষকে স্মরণ করা হবে।

তবে শ্রীলঙ্কার সন্ত্রাসী হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে।

স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর কোচচিকাড়ে এলাকার সেইন্ট অ্যানথনি’স ছাড়াও কলম্বোর উত্তরে অবস্থিত নেগম্বোর কাটুয়াপিতিয়া এলাকার সেইন্ট সেবাস্টিয়ান’স চার্চ এবং রাজধানীর উত্তরে অবস্থিত বাটিকালোয়া শহরের আরেকটি উপাসনালয়ে ইস্টার সানডে উপলক্ষে আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে কাছাকাছি সময়ে বোমা হামলার ঘটনা ঘটে।

প্রথম বিস্ফোরণটি ঘটে গির্জাতেই। এরপরই একে একে অন্য লক্ষ্যবস্তুগুলোতে বিস্ফোরণ হয়।

এছাড়া কলম্বোর তিনটি প্রধান পর্যটন হোটেল দ্য শ্যাংরি লা, সিনামন গ্র্যান্ড এবং কিংসবারি হোটেলে বোমা বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

তিনটিই পাঁচ তারকা মানের হোটেল। কিন্তু এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনও জানা যায়নি।

এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে ম্যানচেস্টারে আরিয়ানা গ্র্যান্ড শো তে বোমা হামলায় ২২ নিহত ঘটনায়, এবং প্যারিসে ২০১৫ সালে একটি সাপ্তাহিক পত্রিকার কার্যালয় এবং  ছয়টি ভিন্ন জায়গায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে  আইফেল টাওয়ারের লাইট বন্ধ রাখা হয়েছিল।