চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফে শুভ সূচনা বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। একমাত্র গোলে জয়ের দেখা পান জামাল ভুঁইয়ারা। টুর্নামেন্টের আগেভাগে লাল সবুজদের কোচিংয়ের দায়িত্ব পাওয়া স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনের যাত্রাও হল জয়ে।

শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। একমাত্র গোলটি ম্যাচসেরা তপু বর্মণের।

গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় বাংলাদেশ। লঙ্কানদের এক ডিফেন্ডার নিজ বক্সে হাতে বল লাগালে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে জাল খুঁজে নিতে ভুল করেননি তপু বর্মণ।

পেনাল্টির ওই সময়ে দ্বিতীয় হলুদ কার্ডে লাল হয়ে মাঠ ছাড়েন লঙ্কান ডিফেন্ডার ডাকসেন পুসলাস। প্রতিপক্ষের একজন কমে যাওয়ার সুযোগ নিয়েও আর ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ। যদিও ঠিকই তিন পয়েন্ট তুলে মাঠ ছেড়েছে।

১ থেকে ১৬ অক্টোবর, মালদ্বীপে হবে সাফের চলতি আসর। বাংলাদেশের পরের ম্যাচ ৪ অক্টোবর, প্রতিপক্ষ ভারত।

পরে ৭ অক্টোবর স্বাগতিক মালদ্বীপ ও ১৩ অক্টোবর নেপালের বিপক্ষে নামবেন জামালরা। রাউন্ড রবিন লিগ শেষে টেবিলের শীর্ষ দুদল লড়বে ১৬ অক্টোবরের ফাইনাল মঞ্চে।