চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীমঙ্গলে পরিবহন শ্রমিক-বিজিবি সংঘর্ষে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

পরিবহন শ্রমিক এবং বিজিবি সদস্যদের সংঘর্ষের ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা। আটকে পড়েছেন অসংখ্য পর্যটক। বন্ধ রয়েছে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানও। ধর্মঘট শনিবারও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পরিবহণ মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জের ধরে পরিবহন শ্রমিক এবং বিজিবি সদস্যদের সংঘর্ষের প্রতিবাদে পরিবহন মালিক শ্রমিকদের ডাকে অনিদির্ষ্টকালের ধর্মঘটে স্থবির হয়ে পড়েছে পর্যটন শহর মৌলভীবাজারের শ্রীমঙ্গল। হঠাৎ ধর্মঘটে আটকে পড়া পর্যটকরা পড়েছেন বিপাকে। ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরাও দোকানপাটনহ বিভিন্ন ব্যবস্যা প্রতিষ্ঠান বন্ধ রাখায় ভোগান্তি আরো বেড়েছে।

সংঘর্ষের সময় ভাংচুর হয়েছে কয়েকশ’ ব্যবসা প্রতিষ্ঠান ও শতাধিক গাড়ি। ক্ষতিগ্রস্তরাও পরিবহন মালিকদের ধর্মঘটে একাত্মতা ঘোষণা করেছেন। জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে বৃহত্তর সিলেটে আন্দোলনের ঘোষণা দেবে পরিবহন মালিক শ্রমিকরা।

সংঘর্ষে ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে শতাধিক। গুলিবিদ্ধ ৬ শ্রমিক মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।