চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শ্রমিকদের স্বার্থে মামলা দ্রুত নিস্পত্তি করতে বললেন আইনমন্ত্রী

শ্রমিকদের স্বার্থে শ্রম আপিল ট্রাইব্যুনালের মামলা দ্রুত নিস্পত্তি
করতে ট্রাইব্যুনালের বিচারকদের আহবান জানিয়েছেন আইনমন্ত্রী এডভোকেট আনিসুল
হক। কাকরাইলে তিনটি শ্রম আদালতের সমন্বয়ে শ্রম আপীল ট্রাইব্যুনালের উদ্বোধন
শেষে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শ্রমিকদের করা মামলাগুলো শ্রম আপিল ট্রাইব্যুনালেই চূড়ান্ত নিস্পত্তি হওয়া উচিত বলেও মন্তব্য করেন মন্ত্রী।

শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শামসুল হুদার সভাপতিতে আলোচনায় অংশ নেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ মুজিবুল হক, শ্রম ও কর্মসংস্থান সচিব মিকাইল শিপারসহ অন্যরা।

শ্রমিকদের সুবিধায় ট্রাইব্যুনালের তিনটি এজলাসের মধ্যে একটি গাজীপুরের টঙ্গী, একটি ঢাকায় ও অন্যটি নারায়নগঞ্জে স্থানান্তর করা হবে বলে জানান শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।