চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে রেড ক্রিসেন্টের জরুরি খাদ্য বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ১৬৫ জন শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্যাকেজ বিতরণ করেছে।

সোসাইটির সদর দপ্তরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই ফুড প্যাকেজ বিতরণ করা হয়। সোসাইটির চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব শ্রবণ প্রতিবন্ধীদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সোসাইটির ভাইস চেয়ারম্যান মোঃ নুর-উর-রহমান, ম্যানেজিং বোর্ড সদস্য বিশিষ্ট সাংবাদিক মাঞ্জুরুল ইসলাম ও মহাসচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন।

প্রতিটি খাদ্য প্যাকেজ এ চাল ৭.৫ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার,লবণ ১ কেজি ও সুজি ৫০০ গ্রাম। ‘শ্রবণ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা’র সাথে সমন্বয় করে করোনাকালিন সহায়তার অংশ হিসেবে এসব খাদ্য প্যাকেজ সোসাইটির নিজস্ব ত্রাণ তহবিল থেকে বিতরণ করা হয়।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয় যে, কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ৮ জেলাতে (রাজশাহী, যশোর, নড়াইল, মাগুরা, চুয়াডাঙ্গা, চপাইনাবাবগঞ্জ, নোয়াখালি, নওগাঁ) ৩০০০ পরিবারকে ২৫০০ টাকা করে ৭৫,০০,০০০ টাকা সহযোগিতা প্রদানের পরিকল্পনা রয়েছে যা চলতি মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে।