চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেষ হলো মাসব্যাপী বাণিজ্য মেলা

শেষ হল মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা থেকে মোট ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রফতানি আদেশ পাওয়া গেছে।

মাসব্যাপী এ মেলার শেষ দিন ছিলো রোববার। তাই সারাদিনই মেলায় ছিলো উপচে পড়া ভিড়।
বিকেলে মেলা প্রাঙ্গণে আয়োজন করা হয় সমাপনী অনুষ্ঠান।

বাণিজ্যমেলায় এবার রফতানি আদেশ পাওয়া পণ্যের মধ্যে রয়েছে ইলেকট্রনিক্স , বহুমুখী পাট পণ্য, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য এবং হোম টেক্সটাইল।

পরে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন বাণিজ্যমন্ত্রী। প্রিমিয়ার প্যাভেলিয়ান ক্যাটাগরিতে এবার দ্বিতীয় পুরস্কার জিতেছে ইনসেপ্টা হাইজিন এন্ড হসপিকেয়ার লিমিটেড।

বিকেলে সমাপনী ঘোষণা করা হলেও মেলার শেষ দিনের কেনাকাটা চলে রাত ৯টা পর্যন্ত।