চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেষ ব্রিটিশ ফ্লাইট কাবুল ছাড়ল

আফগান নাগরিকদের নিয়ে সর্বশেষ ব্রিটিশ ফ্লাইট আফগানিস্তানের রাজধানী কাবুল ছেড়ে গেছে বলে জানিয়েছে বিবিসি।

শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে বিবিসি জানায়, আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিকদের নিয়ে সর্বশেষ ব্রিটিশ ফ্লাইটটি কাবুল ছেড়ে গেছে। এরপর যেসব ফ্লাইট যাবে, সেগুলোতে যুক্তরাজ্যের কূটনৈতিক ও সামরিক কর্মীদের নিয়ে আসা হবে।

ব্রিটিশ সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার বলেন, ‘এটি অত্যন্ত হৃদয়বিদারক ব্যাপার, আমরা সবাইকে উদ্ধার করতে সক্ষম হইনি।’

‘‘যুক্তরাজ্যে আসার জন্য আরও শত শত আফগানি দেশটিতে রয়ে গেছে।’’

আফগানিস্তান থেকে বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার ক্ষেত্রে তালেবান ৩১ আগস্ট সময়সীমা বেঁধে দিয়েছিলো। এই সময়সীমার মধ্যে সবাইকে সরিয়ে নিতে হবে। এর ফলে যুক্তরাজ্যের হাতে আর বলার মতো তেমন সময় নেই।

দেড় সপ্তাহ আগে তালেবানের রাজধানী কাবুল দখল করে নেওয়ার পর আফগানিস্তান থেকে পালাতে যারা হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হয়েছে তাদেরকে লক্ষ্য করে বৃহস্পতিবার সন্ধ্যায় বোমা হামলা চালানো হয়।

বিমানবন্দরের বাইরে চালানো এই হামলায় ১৭০ জনের অধিক নিহত এবং অনেকে আহত হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন ব্রিটিশ ও মার্কিন নাগরিকও রয়েছে।