চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেষ চারে চেলসি, চ্যাম্পিয়ন ম্যানইউ’র বিদায়

ইংলিশ লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে চেলসি। কোয়ার্টার ফাইনালে স্টামফোর্ড ব্রিজে বোর্নমাউথকে ২-১ গোলে হারিয়ে শেষ চার নিশ্চিত করে অ্যান্থনিও কন্তের দল। ব্লুজদের জয়ের রাতে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রিস্টল সিটির কাছে মরিনহোর দলের হারটাও ২-১ ব্যবধানে।

সেমিফাইনালে চেলসির প্রতিপক্ষ আর্সেনাল। ব্রিস্টল খেলবে ফর্মের তুঙ্গে থাকা ম্যানচেস্টার সিটির বিপক্ষে। আগের রাতেই শেষ চার নিশ্চিত করে আর্সেনাল ও সিটি।

চ্যাম্পিয়নশিপের ক্লাব ব্রিস্টলের ১২৯ বছরের ইতিহাসে বুধবারের রাতটা এক বিস্ময়কর রাত। প্রিমিয়ার লিগের জায়ান্টকে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে ওঠা তাদের জন্য বিশেষ কিছু। তাও আবার খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগের গোলে।

ম্যাচ জেতার সবরকম চেষ্টাই করেছেন ম্যানইউ কোচ হোসে মরিনহো। দলের দুই বড় অস্ত্র জ্লাতান ইব্রাহিমোভিচ ও পল পগবাকেও ফিরিয়েছিলেন একাদশে। শেষ পর্যন্ত কিছুই কাজে দেয়নি। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে মরিনহোর মুখ মলিন করে দেন ব্রিস্টলের জো বায়ার্ন। দুর্দান্ত এক ফিনিংয়ে দলকে এগিয়ে দেন তিনি।

গোল শোধে মরিয়া ম্যানইউর সমতায় ফিরতে অবশ্য দেরি হয়নি। সাত মিনিট পরই গোল করে দলকে পথে ফেরান ইব্রাহিমোভিচ। ফ্রি-কিক থেকে গোল করেন সুইডিশ স্ট্রাইকার।

পরের আধা ঘণ্টায় আর কেউ গোলের মুখ ছেদ করতে পারেনি। নির্ধারিত সময়ের খেলা যখন শেষ, ঠিক তখনই যোগ করা সময়ে (৯৩ মিনিটে) সব ওলট-পালট হয়ে যায় ম্যানইউর। ব্রিস্টলের হয়ে লক্ষ্যভেদ করেন কোরি স্মিথ। আর বিদায় ঘণ্টা বেজে যায় চ্যাম্পিয়ন দলের।

ম্যাচ শেষে ম্যানইউ কোচ হোসে মরিনহো বলেছেন, ভাগ্যের জোরে জিতেছে ব্রিস্টল। জবাবে ব্রিস্টল কোচ লি জনসন বলেছেন, ‘সরি হোসে, ভাগ্যের জোরে নয়, খেলেই জিতেছে আমার দল।’

অন্য ম্যাচে খেলার ১৩ মিনিটেই এগিয়ে যায় চেলসি। ব্লুজদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা উইলিয়ান। এক গোলের জয় নিয়েই যখন মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল চেলসি, তখন ৯০ মিনিটে সমতায় ফেরে বোর্নমাউথ। গোল করেন ড্যান গোসলিং। তবে আবার বল সেন্টার হওয়ার পরপরই (৯১ মিনিটে) গোল করে দলকে জয় এনে দেন স্পেন ও সাবেক রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার আলভারো মোরাতা।