চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেরিফ ইসমাইলের নেতৃত্বে মিশরে নতুন মন্ত্রিসভা গঠন

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী শেরিফ ইসমাইলের নেতৃত্বে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করিয়েছেন। দুর্নীতির তদন্তের মধ্যে পূর্ববতী মন্ত্রীসভার পদত্যাগের ঘটনার এক সপ্তাহ পর নতুন এই মন্ত্রিসভা গঠনের কথা জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা।

সাবেক পেট্রোলিয়াম মন্ত্রী এবং নব্য প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইলের নেতৃত্বে গঠিত মন্ত্রীসভা শনিবার কার্যভার গ্রহণ করে। সরকার সমর্থক গণমাধ্যমগুলোর তীব্র সমালোচনার মুখে রয়েছেন পূর্বসুরী ইব্রাহিম মেহলেব এবং কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ১ মিলিয়ন ইউএস ডলারের বেশি অর্থ ঘুষ গ্রহণের অভিযোগে তদন্ত শুরু করেছে প্রসিকিউশন।

৩৩ সদস্য বিশিষ্ট মন্ত্রিসভায় তিন জন নারীসহ নতুন ১৬ জন সদস্য স্থান পেয়েছে। নতুনদের মধ্যে দুইজন শিক্ষামন্ত্রী জাকি বাদর এবং পর্যটন মন্ত্রী হিশাম জাজু একই পদে মুবারকের অধীনেও দায়িত্ব পালন করেছেন।

দেশটির অন্তবর্তীকালীন, বিচার, প্রতিরক্ষা, অর্থ এবং বিনিয়োগ মন্ত্রণালয়ের দায়িত্বে পূর্বের সদস্যরাই নিয়োজিত রয়েছেন।

স্থানীয় গণমাধ্যম পদত্যাগী সাবেক প্রধানমন্ত্রী মেহলেব এবং তার মন্ত্রীদের বিরুদ্ধে অক্ষমতা এবং জনগণের থেকে বিচ্ছিন্ন থাকার অভিযোগ করেছিলো।