চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শেকৃবিতে ছাদকৃষি, জ্যামাইকায় প্রবাসী বাঙালির আঙিনা কৃষি

ছাদকৃষি নিয়ে শুরু হয়েছে বহুমুখি গবেষণা। শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি উদ্ভিদবিদ্যা বিভাগের ছাদে গড়ে তোলা হয়েছে ছাদকৃষির নানা রকমের মডেল। উদ্যোক্তার প্রয়োজন ও উপযোগিতা নিয়েও পরীক্ষা নিরীক্ষা করছেন বিশেষজ্ঞ ও শিক্ষার্থী।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্যামাইকায় আঙিনা কৃষির মাধ্যমে সারাটি বছর নিজের হাতে ফলানো সবজির স্বাদ নিচ্ছেন প্রবাসী লাবণী মুস্তাফা।

কৃষি উদ্যানতত্ত্ববিদ ড. প্রফেসর মাহবুব ইসলাম। পেশাগত প্রয়োজনের বাইরেও উদ্ভিদ আর গাছ-গাছালির জীবনপ্রণালি নিয়ে বহুমুখি চিন্তা তার। ছাদকৃষিতে শতভাগ জৈব পদ্ধতির অনুুসরণ কিংবা বৃষ্টির পানি ধরে রেখে ফল ফসলে কাজে লাগানোর সফল পরীক্ষাগুলো তিনি চালান তার ডিপার্টমেন্টের ছাদের মনোরম কৃষিক্ষেত্রে।

সেখানে প্রতিদিনের খাদ্য চাহিদার প্রয়োজনীয় সব সবজি ফসলই ফলছে এখানে। কিন্তু গবেষণার অংশ হিসেবে ভাবা হচ্ছে, অল্প পরিসরে বেশি ফলন তোলার বিষয়।

এসব গবেষণার সঙ্গী হিসেবে রয়েছেন তার সহকর্মী অধ্যাপক ও শিক্ষার্থীরা।

এদিকে দেশের কৃষিচর্চার স্বপ্নকে বিদেশের মাটিতে সফলভাবে বাস্তবায়ন করেছেন জ্যামাইকা প্রবাসী লাবণী মুস্তাফা। তার আঙিনা জুড়ে এখন ফলছে সব রকমের দেশি সবজি ফসল।

লাবণী মুস্তাফা জানিয়েছেন, টেলিভিশন অনুষ্ঠানই তার কৃষির অনুপ্রেরণা।

আরও দেখুন ভিডিও রিপোর্টে: