চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীর তুরাগ তীরে চলছে তিন দিনের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। প্রথম দিন ইজতেমা মাঠের জুমার জামাতে অংশ নিয়েছেন দেশ-বিদেশের লাখো মুসল্লি।

ইজতেমার জন্য টঙ্গী এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।শুরুর দিন ইজতেমা মাঠের প্রধান অনুসঙ্গ একসঙ্গে জামাতে জুমার নামাজ আদায়।

ফজরের নামাজের পর মাওলা হায়দার তারিকের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুসল্লিরা সকালের বয়ান শোনার পর প্রস্তুতি নিতে থাকেন জুমার নামাজের জন্য।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রায় সকল জনবল ইজতেমার ক’দিন মোতায়েন আছে মুসল্লিদের খেদমতে। দেখভাল করছেন তাদের সুযোগ সুবিধা।

প্রথম পর্বের মতো এ পর্বের জন্য মোতায়েন আছে আইন শৃংখলা বাহিনীর প্রায় ৭ হাজার সদস্য। জুমার নামাজের আযানের আগেই মুসল্লিরা মাঠের চারপাশে জায়গা খুঁজে নিয়ে জামাতের জন্য অপেক্ষা করতে থাকেন।

তুরাগ তীরে অনুষ্ঠিত হবে জুমার নামাজ। তাবলিগ জামাতের শুরা সদস্য মওলানা মুহাম্মদ জুবায়ের ইজতেমা মাঠের বিশাল এ জামাতে ইমামতি করবেন।